thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

কক্সবাজারে আগুনে পুড়লো ১০ বসতঘর

২০১৮ অক্টোবর ১৯ ১০:০৬:৫১
কক্সবাজারে আগুনে পুড়লো ১০ বসতঘর

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছড়া এলাকায় আগুন লেগে অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে অন্তত ১৫ লাখ টাকার।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর একটি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, একটি বসতঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাফায়াত হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুনে ১০টি বসতঘর পুড়ে গেছে। প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর