thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

২০১৮ অক্টোবর ১৯ ১১:৫৯:৩৮
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

যশোর প্রতিনিধি : যশোরের শঙ্করপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ বিল্লু পারভেজ নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

শুক্রবার (১৯ অক্টাবর) রাত পৌনে ৪টার দিকে এ ‘বন্দুকঙুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছেন। নিহত বিল্লু পারভেজ শঙ্করপুর জোমাদ্দার পাড়ার আব্দুর রশিদের ছেলে।

যশোর কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ বলেন, শুক্রবার রাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শঙ্করপুরে গোলাগুলি চলছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর সেখান থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামালা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে নিহতের লাশ সনাক্ত করেন তার মামা মুকুল হোসেন। তিনি জানান, বুধবার রাতে খুলনার ভাড়া বাসা থেকে পারভেজকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ তাকে আটকের কথা স্বীকার করছিল না।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর