thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

২০১৮ অক্টোবর ১৯ ১২:৩২:৫৬
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে জেলার মোল্লাকান্দি ও শুক্রবার (১৯ অক্টোবর) সকালে বড়ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালকিনি থানার এএসআই কামরুল ইসলাম (৩৫) ও মোটরসাইকেল রাজা মাতুব্বর (২০)।

রাজা মাতুব্বর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আবুল মাতুব্বরের ছেলে।

আর কামরুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার নওহাটা গ্রামের মৃত লুৎফর রহমান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পূজা দেখার জন্য মাদারীপুর সদর থেকে রাজা ও তার চাচাতো ভাই জিয়াউদ্দিনসহ তিনজন রাজৈর উপজেলার কদমবাড়ি যাচ্ছিলেন।

পথে মোল্লাকান্দি নামক স্থানে পৌঁছলে ঢাকা-বরিশালগামী সুগান্ধা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রাজা নিহত হন।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা জিয়া মাতুব্বর ও মুরাদ মাতুব্বর আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে শুক্রবার সকালে কালকিনি থানার এসআই কামরুল হাসান টেকেরহাট যাওয়ার পথে রাজৈর উপজেলার বড়ব্রিজ নামক স্থানে ঢাকা-বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হাওলাদার সাংবাদিকদের জানান, এএসআই কামরুল ইসলাম পূজার ডিউটিতে ছিলেন রমজানপুর। সেখান থেকে তিনি ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন। পরিবহনটিকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর