thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

সাঁথিয়া ট্রাজেডি

বামমোর্চার সংবাদ সম্মেলন শনিবার

২০১৩ নভেম্বর ০৮ ২২:২১:০৩
বামমোর্চার সংবাদ সম্মেলন শনিবার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পাবনার সাঁথিয়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা সরেজমিনে দেখে ঢাকায় ফিরেছেন বামমোর্চার নেতারা। সাংবাদিক সম্মেলনে মোর্চার নেতারা শনিবার সাঁথিয়া ট্রাজেডির অবস্থা তুলে ধরবেন বলে জানা গেছে।

মোর্চা সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সরেজমিনে ক্ষতিগ্রস্ত বনগ্রাম পরিদর্শন করেন। পরিদর্শন দলে ছিলেন- শুভ্রাংশ চক্রবর্তী (বাসদ কনভেনশন), জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন), আব্দুস সাত্তার (ইউনাইটেড কমি্‌উনিস্ট লীগ), প্রমুখ।

এর আগে পাবনার সাঁথিয়ায় ২ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের অন্তত ২০টি বাড়ি, দুটি মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ইতোমধ্যে মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্র সোমবার এলাকাটি পরিদর্শন করে।

(দিরিপোর্ট২৪/এমএম/ এমডি/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর