thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

দর পতনের সপ্তাহে ১২ কোম্পানির উল্লম্ফন

২০১৮ অক্টোবর ২০ ১০:২৫:৫০
দর পতনের সপ্তাহে ১২ কোম্পানির উল্লম্ফন

দ্য রিপোর্ট ডেস্ক : গত সপ্তাহে পতনে শেষ হয়েছে উভয় পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহজুড়ে উভয় বাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে পতনের সপ্তাহেও ১২ কোম্পানির শেয়ার দরে বড় উল্লম্ফন দেখা গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, বিদায়ী সপ্তাহে শেয়ার দরে উল্লম্ফনের কোম্পানিগুলো হলো-নর্দার্ন জুট, বিচ হ্যাচারি, এমারেন্ড ওয়েল, রিপাবলিক ইন্সুরেন্স, আলহাজ্ব টেক্সটাইল, আইএসএন, শাহজালাল ব্যাংক, তশরিফা ইন্ডাষ্ট্রিজ, কেএন্ডকিউ, সোনালী আঁশ, ভিএফএস থ্রেড ডাইং ও উত্তরা ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর শেয়ারদর ১১ শতাংশ হতে ২৪ শতাংশের বেশি বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বিদায়ী সপ্তাহে শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে ‘জেড’ গ্রুপের কোম্পানি নর্দার্ন জুটের। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪.৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৬৮ লাখ বেশি টাকার।

আলোচ্য সপ্তাহে শেয়ারদর উল্লম্ফনের অন্য ৮ কোম্পানি হলো-বিচ হ্যাচারি ২৩.০৮ শতাংশ, এমারেন্ড ওয়েল ১৭.২৪ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্স ১৭.৪৫ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইল ১৪.৩১ শতাংশ, আইএসএন ১৩.০৪ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংক ১২.৬৪ শতাংশ, তশরিফা ইন্ডাষ্ট্রিজ ১২.৪৪ শতাংশ, কেএন্ডকিউ ১২.১৭ শতাংশ, সোনালী আঁশ ১১.৪৯ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং ১১.১৬ শতাংশ এবং উত্তরা ব্যাংক ১১.১৫ শতাংশ।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর