thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছেন জাপা নেতাকর্মীরা

২০১৮ অক্টোবর ২০ ১১:২৫:৩১
সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছেন জাপা নেতাকর্মীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় শনিবার মহাসমাবেশ করছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। এ সমাবেশের মাধ্যমে মূলত ৩শ’ আসনে প্রার্থী দেয়ার ‘সক্ষমতা’র প্রমাণ দিতে চায় দলটি।

এদিকে মহাসমাবেশে যোগ দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন।

সরজমিনে দেখা যায়, সাংস্কৃতিক মঞ্চে কিরণ চন্দ্র রায়সহ দেশবরেণ্য শিল্পীরা গান করছেন। অন্যদিকে ব্যানার-ফেস্টুন আর ‘এরশাদ’ স্লোগানে নেতাকর্মীরা অপেক্ষা করছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের।

এদিকে সকাল ১০টায় সমাবেশ শুরু করার কথা থাকলেও এ রিপোর্ট লেখা (বেলা ১১টা) পর্যন্ত দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সমাবেশস্থলে না পৌঁছায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর