thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

২০১৮ অক্টোবর ২০ ১১:৪৪:০৭
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিএসএফের গুলিতে গোলাম রব্বানী (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার ক্যাম্পের হাট এলাকার পসির উদ্দিনের ছেলে। তিনি গরু ব্যবসায়ী বলে গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটার সীমান্তের ৩৮৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পরে ভারতের হাটখোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির পরিচালক তুহিন মোহাম্মদ মাসুদ জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গরু ব্যবসায়ী গোলাম রব্বানীর লাশ ফেরত চেয়ে বিএসএফের প্রতি পতাকা বৈঠকের জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর