thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

২০১৮ অক্টোবর ২০ ১১:৫৭:৫১
রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় সালাম (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বাড়ি গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামে বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকাল আটটার দিকে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বাস ওই লোকটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে আনা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর