thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মোহাম্মদপুরে ওয়ালটন শো-রুমের আগুন নিয়ন্ত্রণে

২০১৮ অক্টোবর ২০ ১২:৩৭:০৯
মোহাম্মদপুরে ওয়ালটন শো-রুমের আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে ওয়ালটন ইলেকট্রনিক্সের একটি শো-রুমের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল সোয়া ১০টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ৩ ইউনিটের সক্ষমতায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, বর্তমানে ডাম্পিং ও কুলিংয়ের কাজ চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর