thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

লেনদেনের ৩৬ শতাংশ ১০ কোম্পানির দখলে

২০১৮ অক্টোবর ২০ ১৩:১০:০১
লেনদেনের ৩৬ শতাংশ ১০ কোম্পানির দখলে

দ্য রিপোর্ট প্রতিবেদক: এক সপ্তাহের ব্যবধানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমেছে হাজার কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৫০ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সপ্তাহজুড়ে ১০ কোম্পানির লেনদেন হয়েছে ৯১৯ কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা বা ৩৬.০৩ শতাংশ। কোম্পানিগুলো হলো-খুলনা পাওয়ার, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সুয়েটার, ভিএফএস থ্রেড ডাইং, শাশা ডেনিমস, সিলভা ফার্মা, একটিভ ফাইন, নূরানি ডাইং ও বিবিএস কেবলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, সপ্তাহজুড়ে ডিএসই সর্বোচ্চ লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১০ কোটি ৭৬ লাখ ৮ হাজার টাকা বা ৮.২৬ শতাংশ। এর মধ্যেমে কোম্পানিটি ডিএসইর টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টার্নওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট পাওয়ার ১৭৮ কোটি ৮৮ লাখ ৮১ হাজার টাকা বা ৭.০১ শতাংশ, ইউনাইটেড পাওয়ার ১২৫ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা বা ৪.৯২ শতাংশ, ড্রাগন সুয়েটার ৮৯ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা বা ৩.৫২, ভিএফএস থ্রেড ডাইং ৫৭ কোটি ৫২ লাখ ৫৮ হাজার টাকা বা ২.২৬ শতাংশ, শাশা ডেনিমস ৫৬ কোটি ২১ লাখ ৬৪ হাজার টাকা বা ২.২০ শতাংশ, সিলভা ফার্মা ৫৪ কোটি ৬৬ লাখ ৫১ হাজার টাকা বা ২.১৪ শতাংশ, একটিভ ফাইন ৫২ কোটি ২২ হাজার ৭২ হাজার টাকা বা ২.০৫ শতাংশ, নূরানী ডাইং ৪৭ কোটি ৪৯ লাখ ২৪ হাজার টাকা বা ১.৮৬ শতাংশ এবং বিবিএস কেবলস ৪৫ কোটি ৯২ লাখ ১ হাজার টাকা বা ১.৮০ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর