thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

কদমতলীতে ট্রলি ব্যাগ থেকে খণ্ডিত লাশ উদ্ধার

২০১৮ অক্টোবর ২০ ১৩:৫৫:২৫
কদমতলীতে ট্রলি ব্যাগ থেকে খণ্ডিত লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কদমতলীতে একটি ট্রলি ব্যাগ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে কদমতলীতে ময়লার স্তুপ থেকে ট্রলি ব্যাগটি উদ্ধার করা হয়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশ দুটি একটি ট্রলি ব্যাগের ভেতরে এবং আরেকটি স্কুল ব্যাগে পাওয়া যায়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত খণ্ডিত অংশ নারী না পুরুষের তা বোঝা যায়নি। তবে পুলিশের ধারণা এটি কোনো পুরুষের দেহের অংশ হবে। ময়লার স্তুপে পাওয়া ট্রলি ব্যাগটি টোকাইরা দেখতে পেয়ে নাড়াচাড়া করছিল। পরে এর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি জানান, উদ্ধারকৃত মানবদেহের খণ্ডিত অংশ দুইটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর