thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

অলিম্পিক এক্সেসরিজ রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে

২০১৮ অক্টোবর ২০ ১৪:৫২:০৫
অলিম্পিক এক্সেসরিজ রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে

দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের শেষ প্রান্তিকের ব্যবসায় অবনমন হয়েছে। যাতে আগের বছরের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে কোম্পানিটির মুনাফার তুলনায় বেশি লভ্যাংশ ঘোষণা করতে হয়েছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত অংশ রিজার্ভ থেকে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিম্পিক এক্সেসরিজের ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৩টি প্রান্তিকে মোট শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৭৩ টাকা। তবে পুরো বছরে হয়েছে ০.৭৮ টাকা। এ হিসাবে শেষ প্রান্তিকে ইপিএস হয়েছে মাত্র ০.০৫ টাকা। যা মোট ইপিএসের মাত্র ৬ শতাংশ।

২০১৭-১৮ অর্থবছরের ০.৭৮ টাকা ইপিএসের বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১ টাকার বোনাস শেয়ার ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার ১২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মুনাফার অতিরিক্ত ২৮ শতাংশ রিজার্ভ থেকে দেওয়া হবে।

কোম্পানিটির ২০১৭-১৮ শেয়ারপ্রতি ০.৭৮ টাকা হিসেবে মোট ১২ কোটি ২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে শেয়ারপ্রতি ১ টাকা হিসেবে ১৫ কোটি ৪১ লাখ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে বা পরিশোধিত মূলধন বাড়ানো হবে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৩ কোটি ৩৯ লাখ টাকার রিজার্ভ কমবে।

১৫৪ কোটি ১২ লাখ টাকা পরিশোধিত মূলধনের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এরপরে কোম্পানিটির পর্ষদ ৪ বার শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে প্রথমবার অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা করে। ওই বছর বোনাসের সঙ্গে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এরপরের ৩ বছরই শুধুমাত্র বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর দাড়িঁয়েছে ১২.৯০ টাকায়।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর