thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

দ. আফ্রিকায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশি নিহত

২০১৮ অক্টোবর ২০ ২০:০৭:০২
দ. আফ্রিকায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় মুদির দোকানে আগুন লেগে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২০ অক্টোবর) দেশটির নর্থওয়েস্ট প্রভিংসের ব্রিটস শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনীর দাগনভূইয়া উপজেলার আনোয়ার, তার ভাই মোশারফ, মামা মমিন এবং জামালপুরের ইব্রাহীম।

স্থানীয় ব্যবসায়ী বাদশা জানান, ভোর ২টায় তাদের নিজস্ব দোকানে আগুন লাগে। ওই সময় তারা দোকানের ভেতরে ছিলেন। আগুন লাগার পর বের হতে পারেনি। সকালে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এ ঘটনায় আর কেউ নিহত কিংবা আহত আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।

তবে কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর