thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভালোবাসা-শ্রদ্ধায় সিক্ত মুক্তিযোদ্ধা ফাদার রিগন

২০১৮ অক্টোবর ২১ ১৩:৫৪:০১
ভালোবাসা-শ্রদ্ধায় সিক্ত মুক্তিযোদ্ধা ফাদার রিগন

মোংলা প্রতিনিধি : মোংলার শেলাবুনিয়া ক্যাথলিক মিশনে ফিরে এসেছেন মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন। সেখানে জাতি ধর্ম-বর্ন নির্বিশেষে হাজারও মানুষের ভালোবাসায় সিক্ত হলেন মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে মোংলা উপজেলা পরিষদের মাঠে মানুষের ঢল নামে।

যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা ফাদার রিগনকে।

রোববার (২১ অক্টোবর) সকাল ৯টায় ফাদার রিগনের মরদেহবাহী হেলিকপ্টার শেখ রাসেল স্টেডিয়ামে পৌঁছে।

এখানে জেলা প্রশাসন ও ক্যাথলিক মিশনের পক্ষ থেকে তার কফিন গ্রহণ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠ ও রিগনের প্রতিষ্ঠিত সেন্টপল্স স্কুলে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় তার কফিন।

এর আগে শুক্রবার সকালে বিশেষ বিমানে ইতালি থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়।

প্রসঙ্গত ২০১৪ সালে বাংলাদেশের মোংলার ক্যাথলিক মিশনে থাকাবস্থায় ফাদার রিগনকে তার পরিবার ইতালি নিয়ে যায়।

জন্মস্থান ইতালির ভিল্লাভেরলা গ্রামে ২০১৭ সালের ২০ অক্টোবর ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ ধর্মযাজক।

বাংলার মাটিতে অনন্তকাল ঘুমানোর তার শেষ ইচ্ছে অনুযায়ী ফাদার মারিনো রিগন মৃত্যুর এক বছর পর লাল-সবুজের দেশে ফিরেছেন।

এ দেশের মুক্তিযুদ্ধ ও শিক্ষা বিস্তারে অনন্য অবদানের কারণে ইতালীতেও ব্যাপক জনপ্রিয় তিনি।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য রিগনকে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মাননা ও নাগরিকত্ব দেয়া হয়েছে।

ইতালীয় হয়েও ফাদার রিগন বাংলা ভাষায় লিখেছেন ৪০ কাব্যগ্রন্থ ও ৩৫০ গান।

ফাদার মারিনো রিগন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ বাংলা সাহিত্যের বিখ্যাত কবি-লেখকদের প্রায় ৭০টি বই ইতালির ভাষায় অনুবাদ করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর