thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

চুলের যত্নে মেহেদি তেল

২০১৮ অক্টোবর ২১ ১৫:৪৯:৩১
চুলের যত্নে মেহেদি তেল

দ্য রিপোর্ট ডেস্ক : চুলের গোড়া মজবুত করে, চুলকে সিল্কি ঝলমলে করে তুলতে অতুলনীয় যে উপাদান সেটি হল মেহেদি। প্রাচীনকাল থেকেই চুলের যত্নে ব্যবহার করা হয় মেহেদি।

প্রাকৃতিক উপায়ে চুল রং করতেও বেশ কার্যকর এই মেহেদি। আর এই মেহেদি পাতা দিয়ে তৈরি করা হয় এক ধরণের তেল, যা চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। নারকেল তেল এবং মেহেদি পাতার সমন্বয়ে তৈরি এই তেলটি সমাধান করে দেবে চুলের অনেকগুলো সমস্যা নিমিষেই।

প্রয়োজনীয় উপকরণ
৫০০ মিলিটার নারকেল তেল ও কিছু তাজা মেহেদি পাতা

প্রস্তত প্রণালী
প্রথমে মেহেদি পাতা কুচি করে পেস্ট তৈরি করে নিন। তবে পেস্ট তৈরির সময় খুব বেশি পানি মেশাবেন না। অল্প পানি দিয়েই পেস্ট তৈরি করে নিন।
এবার মেহেদি পেস্টটি দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিন।
এখন একটি প্যানে নারকেল তেল গরম করতে দিন।
তেল গরম হয়ে আসলে মেহেদির বলগুলো নারকেল তেলে ছেড়ে দিন।
তেলটি বাদামী রং না হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন।
এরপর এটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।
তবে আপনি চাইলে সারারাত মেহেদির বলগুলো তেলে ভিজিয়ে রাখতে পারেন।
তেলটি এয়ার টাইট কনটেইনারে সংরক্ষণ করুন।
এই তেলটি আপনি চাইলে দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

ব্যবহার প্রণালী
তেলটি নিয়মিত ব্যবহার করুন। প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত দুইবার এই তেলটি ব্যবহার করুন। তৈলটি মাথায় দিয়ে কমপক্ষে ২ ঘন্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

উপকারিতা
মেহেদি চুলের ঘনত্ব বৃদ্ধি করে চুল সিল্কি ঝলমলে করে তুলে
মাথা ঠান্ডা রাখে
নতুন চুল গজাতে সাহায্য করে
চুল পাকা প্রতিরোধ করে
খুশকি দূর করে
চুলকে করে স্বাস্থ্যোজ্বল সুন্দর

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর