thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শুরুতেই লিটন-রাব্বির বিদায়

২০১৮ অক্টোবর ২১ ১৫:৫৪:২২
শুরুতেই লিটন-রাব্বির বিদায়

দ্য রিপোর্ট প্রতিবেদক: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। খেলতে নেমে আবারও ব্যর্থ টপ অর্ডার। এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করলেও জিম্বাবুয়ের বিপক্ষে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন লিটন কুমার। একই ওভারে অভিষেক ম্যাচে নামা রাব্বি ফিরেছেন শূন্য রানে। বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ১৮ রান।

দুই ওপেনার লিটন কুমার দাস ও ইমরুল কায়েস মিলে শুরুটা দেখে শুনে করেছিলেন। তবে দ্বিতীয় ওভারে অল্পের জন্যে রান আউট থেকে রক্ষা পেয়েছেন লিটন। পয়েন্টে বল ঠেলে দিয়ে কল করেছিলেন ইমরুলকে। শন উইলিয়ামস দ্রুত বলের কাছে পৌঁছালে লিটন পুনরায় স্ট্রাইকিং প্রান্তে ছুটে চলেন। তার পৌঁছানোর আগে বল থ্রো করলেও স্টাম্প মিস করেন উইলিয়ামস।

তৃতীয় ওভারের শেষ বলে আবারও উইকেট বিলিয়ে দেওয়ার ক্ষণ এনে দিয়েছিলেন লিটন। ক্যাচ তুলে দিয়েছিলেন। শর্ট কভারে রাজা ক্যাচ তুলে নিলেও ক্যাচটি বৈধ ছিলো না। লুফে নেওয়ার আগে বল স্পর্শ করেছিলো ঘাস। শুরুতে সফট সিগন্যালে আম্পায়ার আউট দিয়েছিলেন। পরে নট আউট সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার।

কিছুক্ষণ বিরতি ষষ্ঠ ওভারে আবারও লিটনের চিরচেনা রূপ! চাতারার বল উঠিয়ে দিয়েছিলেন। মিড অফে এবার আর কোনও ভুল করেননি ঝুয়াও। ৪ রানে বিদায় নেন তিনি। তার পরে নামা ফজলে রাব্বির অভিষেকটা হলো আরও বিবর্ণ।একই ওভারের শেষ বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন রাব্বি।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর