thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৪ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি মিলেছে

২০১৮ অক্টোবর ২১ ১৯:৪২:০৯
সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি মিলেছে

সিলেট প্রতিনিধি: সিলেটে ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট জেলা বিএনপি সূত্র জানায়, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমকে ফোন করে পুলিশ অনুমতি দেয়ার কথা জানিয়েছে।

এ ব্যাপারে শামীম বলেন, পুলিশের ফোন পেয়ে দলের স্থানীয় নেতারা লিখিত অনুমতি নিয়ে আসতে এসএমপি কার্যালয়ে গেছেন।

২৪ অক্টোবর তারা রেজিস্ট্রি মাঠে সমাবেশ ছাড়াও ঐক্যফ্রন্টের নেতারা হযরত শাহজালাল (র.), হযরত শাহপরানের (র.) মাজার এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

এর আগে রবিবার দুপুরে সমাবেশের অনুমতি পেতে হাইকোর্টে রিট করেন সিলেট জেলা বিএনপির সেক্রেটারি আলী আহমদ। সোমবার রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর