thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

এ্যালিফ্যান্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে আহত ২

২০১৩ নভেম্বর ০৮ ২২:৩৭:৩৬

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর এ্যালিফ্যান্ট রোডে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তদের গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন ২১০/২ এ্যালিফ্যান্ট রোডে শেলটেক নিরিবিলি টাওয়ারের নিরাপত্তাকর্মী বকুল হোসেন (২১) ও পথচারী এরশাদুল হক (২৭)।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বকুল হোসেন জানান, রাত সাড়ে নটার দিকে দুজন অচেনা ব্যক্তি আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়। এরপর বলে-এই চিঠিটা পড়। আমি পড়ি-‘ফরিদ সাব’। এর পরপরই আমাকে গুলি করে। একটা গুলি ডান হাতে লাগলে ছিটকে পড়ি। তারা আরও গুলি করতে করতে পালিয়ে যায়।

অন্যদিকে পথচারী এরশাদুল হক জানান, তিনি এ্যালিফ্যান্ট রোডে টেইলার্সের দোকানের কাটিং মাস্টার। কাজ শেষে ক্রিসেন্ট রোডে নিজের বাসার দিকে যাচ্ছিলেন। নিরিবিলি টাওয়ার পেরিয়ে যাওয়ার সময় তার পায়ে গুলি লাগে।

ধারণা করা হচ্ছে-বকুল হোসেনকে করা একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এরশাদুলের পায়ে লাগে।

(দিরিপোর্ট২৪/এসআর/এইচএসএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর