thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে সেফটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

২০১৮ অক্টোবর ২২ ১৮:০২:৪৩
চট্টগ্রামে সেফটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম ওয়াসার মদুনাঘাট প্রকল্পের একটি সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নজরুল ইসলাম (৩০) ও মো. ইউসুফ (২২)। নজরুল পটুয়াখালীর আবদুর রউফের ছেলে। ইউসুফের বাড়ি বাগেরহাটের কচুয়ায়। তার বাবার নাম মো. আল আমিন।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, এক মাস আগে ঢালাই করা একটি সেপটিক ট্যাংকের মুখ খুলে ওই দুই শ্রমিক সোমবার সকালে ভেতরে ঢোকেন পরিচর্যার জন্য। সেখানে জমে থাকা পানি দূষিত হয়ে যাওয়ায় অ্যামোনিয়া গ্যাস জমে যায়। অক্সিজেনের অভাবে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর