thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

চট্টগ্রাম ২ ট্রাকের সংঘর্ষ, নিহত ২

২০১৮ অক্টোবর ২৩ ১১:০১:৪০
চট্টগ্রাম ২ ট্রাকের সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো অপর ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোরে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও সহকারী আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়া (৩৫)। আহত হয়েছেন বেদারুল (৪০)।

জাহাঙ্গীর আলমের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এবং আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়ার বাড়ি নওগাঁর মকিমপুর এলাকায়। বেদারুলের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, চট্টগ্রামগামী একটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের ভেতর আটকা পড়েন তিনজন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর