thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

মইনুলকে ব্যক্তি হিসেবে অপরাধেই গ্রেফতার করা হয়েছে

২০১৮ অক্টোবর ২৩ ১৭:০৮:১০
মইনুলকে ব্যক্তি হিসেবে অপরাধেই গ্রেফতার করা হয়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে রাজনৈতিক কারণে নয়, ব্যক্তি হিসেবে অপরাধ করেছে বলে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার করাটা জরুরি ছিল। এ ধরনের ঘটনায় পার পেয়ে গেলে যে কেউ যাকে তাকে অশোভন, অমার্জিত গালি দিতে পারে।

তিনি আরও বলেন, তিনি (ব্যারিস্টার মইনুল) ঐক্যফ্রন্টের নব্য নেতা, এসব বিবেচনা করে তাকে গ্রেফতার করা হয়নি। ব্যক্তি হিসেবে তিনি যে অপরাধ করেছেন সেজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।

সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে মানহানিকর মন্তব্যের ঘটনায় সোমবার রাতে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর