thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার অনাকাঙ্ক্ষিত: ড. কামাল

২০১৮ অক্টোবর ২৩ ১৭:৪৫:১৩
রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার অনাকাঙ্ক্ষিত: ড. কামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতারকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘আমরা যে জাতীয় ঐক্যফ্রন্ট গাঠন করেছি, তা প্রধানমন্ত্রীর চিন্তার অনুকূল। কিন্তু সরকারের সাম্প্রতিক পদক্ষেপে আমরা উদ্বিগ্ন। ’মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দলগুলোকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে আনার আমরা জাতীয় ঐক্যফ্রন্ট গাঠন করেছি।’

তিনি বলেন, ‘সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে সুষ্ঠু রাজনীতির পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা করছি। এ সময় রাজনৈতিক নেতা ও কর্মীদের বিভিন্ন অযুহাতে হয়রারি-গ্রেফতার অনাকাঙ্ক্ষিত।’

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর