thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

আর নির্বাচন করছি না, এটা শেষ বক্তৃতা : অর্থমন্ত্রী

২০১৮ অক্টোবর ২৪ ০৯:১৬:৫২
আর নির্বাচন করছি না, এটা শেষ বক্তৃতা : অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর নির্বাচন করবেন না। তিনি আর অর্থমন্ত্রী দায়িত্বও পালন করবেন না।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সংসদে দেওয়া বক্তব্যে তিনি নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রাতে সংসদে দেওয়া বক্তব্যকে নিজের শেষ বক্তব্য হিসেবে উল্লেখ করে সবার কাছ থেকে বিদায় চেয়েছেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি আর নির্বাচন করছি না। এ জন্য এটা আমার শেষ বক্তৃতা।’

মঙ্গলবার রাতে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্য দেওয়ার সময় তাকে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। এসময় নিজের সফলতার পেছনে দেশবাসীর অবদান রয়েছে বলে মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার জীবনে যা করতে সক্ষম হয়েছি, তার প্রধান কারণ হলো মানুষের দোয়া। মানুষের দোয়াই আমাকে উৎসাহিত করেছে। আমি অবসরে যাচ্ছি, এটা ঠিক তবে চলে যাচ্ছি না। সংশ্লিষ্ট থাকবো। তবে অর্থমন্ত্রীর যে গুরু দায়িত্ব, তা আর পালন করছি না।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর