thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সিলেটে মাজার জিয়ারত ঐক্যফ্রন্ট নেতাদের

২০১৮ অক্টোবর ২৪ ০৯:৩৮:৫৫
সিলেটে মাজার জিয়ারত ঐক্যফ্রন্ট নেতাদের

সিলেট প্রতিনিধি : সিলেট পৌঁছেই মাজার জিয়ারত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন শীর্ষ নেতা।

বুধবার (২৪ অক্টোবর) ভোর ৫টার ফ্লাইটে করে তারা সিলেটের উদ্দেশে রওনা দেন। ৬টার দিকে তারা সিলেটে পৌঁছান। এরপরই মাজার জিয়ারত করেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে এসেই প্রথমে হযরত শাহজালাল (রা.) এবং পরে হযরত শাহ পরানের (রা.) মাজার জিয়ারত করেন।

জিয়ারতের সময় উপস্থিত ছিলেন আরেক মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, জিয়ারতের সময় ফ্রন্টের শীর্ষ নেতারা দেশ ও জাতির সুখ-শান্তি কল্যাণ কামনায় মোনাজাত করেছেন। এরপর নেতারা বিশ্রামের জন্য হোটেলে চলে যান।

ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, এম এ হক, খন্দকার আবদুল মোকতাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাদেক বখত।

বুধবার দুপুর ২টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সাংগঠনিক সমাবেশে অংশ নিতেই তারা সিলেটে এসেছেন।

ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষনেতা ড. কামাল হোসেন মঙ্গলবার রাতেই মাজার জিয়ারত করেছেন। জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন নেতা জানান, ড. কামাল হোসেন, সুলতান মনসুর, মোস্তফা মহসিন মন্টুসহ কয়েকজন নেতা মঙ্গলবার রাতেই হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর