thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

দিবালার গোলে জুভেন্টাসের জয়

২০১৮ অক্টোবর ২৪ ১০:২৯:১৪
দিবালার গোলে জুভেন্টাসের জয়

দ্য রিপোর্ট ডেস্ক: আবারো ওল্ড ট্রাফোর্ডে খেলতে দেখা গেল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে এবার জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে ম্যানইউর বিপক্ষে খেলতে নেমেছে তিনি। তার প্রত্যাবর্তনের দিনে পাওলো দিবালার একমাত্র গোলে ম্যানইউকে ১-০ গোলে হারিয়েছে জুভিরা।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ম্যানইউর মাঠে খেলতে নেমে গোলের দেখা পাননি গোলমেশিন রোনালদো। তবে দলের জয়ে ভূমিকা ছিল পর্তুগিজ এ সুপারস্টারের। ম্যানইউর বিপক্ষে এ জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা তৃতীয় জয়ের দেখা পেলে জুভেন্টাস।


ম্যাচের ১৭ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন দিবালা। এ সময় ডান দিকে রোনালদোর বাড়ানো বল পেয়ে যান দিবালা। এরপর ছোট ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে চ্যাম্পিয়নস লিগে নিজের চতুর্থ গোলটি পান আর্জেন্টাইন এ তারকা।

প্রতিপক্ষের মাঠে এ জয়ের ফলে তিন ম্যাচের সবকটিতে জিতে জুভেন্টাস ৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। ম্যানচেস্টার ইউনাইটেড ৪ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচ ইয়াং বয়েজের মাঠে ১-১ গোলে ড্র করা স্পেনের ক্লাব ভালেন্সিয়া ২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর