thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০১৮ অক্টোবর ২৪ ১৪:৪১:৪৮
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

এ ম্যাচেও টস ভাগ্যকে পাশে পেলেন তারা। জিতেছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শিশিরের কথা মাথায় রেখে আগে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর আড়াইটায়।

অভিষেকে শূন্য রানে ফেরা ফজলে মাহমুদ রাব্বি আছেন একাদশে। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে দলে এসেছে একটি পরিবর্তন। বাঁহাতি ব্যাটসম্যান ক্রেইগ আরভিনের জায়গায় একাদশে ফিরেছেন এল্টন চিগুম্বুরা।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুওয়াও, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা, কাইল জার্ভিস ও তেন্ডাই চাতারা।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর