thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

সিলভার টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

২০১৮ অক্টোবর ২৪ ১৬:০১:২২
সিলভার টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২৪ অক্টোবর) বেলা ২টায় গুলশান-১ নম্বরের ৫২ নম্বর সিলভার টাওয়ারের দশম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলভার টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ১০টি ইউনিট পাঠানো হয়। ভবনের উচ্চতা বেশি হওয়ায় সিড়িবাহী গাড়িও পাঠানো হয়। দমকলকর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক এ বি মামুন মাহমুদ বলেন, দুপুর ২টায় সিলভার টাওয়ারে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এছাড়া গুলশান এলাকায় ফায়ার সার্ভিসের টহল গাড়ি, কুর্মিটোলা, বারিধারা ও সদর দফতর থেকে ১০টি ইউনিটসহ আধুনিক সরঞ্জাম আনা হয়। যেহেতু এটি বহুতল ভবন (১৯ তলা), এ কারণে সব ধরনের ইউনিটকে ডাকা হয়। ভবনে অবস্থান করা সবাইকে আমরা নিরাপদে স্থানে সরিয়ে আনতে সক্ষম হই।

তিনি আরও বলেন, মূলত ভবনের নবম ও দশম তলা থেকে আগুনের সূত্রপাত। ওই দুই তলায় কোনো লোক নেই। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, শুনেছি, ভবনের পেছনে থাকা এসি থেকে আগুনের সূত্রপাত। পেছনে ইলেকট্রিকের অনেক ক্যাবল আছে। ক্যাবল বেয়ে আগুন ভবনের পেছেনের অংশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ভবনের ভেতর ও বাইরে থেকে আমরা পানি ঢালতে শুরু করি। আধা ঘণ্টার ওপরে চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। এখন আমরা পুরো ভবন সার্চ করবো।

ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর