thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ওবামা ও হিলারির বাড়ির ডাকে 'বিস্ফোরক প্যাকেট'

২০১৮ অক্টোবর ২৪ ২০:৪৯:৫২
ওবামা ও হিলারির বাড়ির ডাকে 'বিস্ফোরক প্যাকেট'

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বলছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক 'বিস্ফোরক' প্যাকেট জব্দ করা হয়েছে। এফবিআই বলছে, নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় একটি সন্দেহজনক প্যাকেট পাঠানো হয় ২৩শে অক্টোবর। খবর বিবিসির

এর পর বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের লোকেরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক একটি প্যাকেট জব্দ করা হয়।

ডাকযোগে আসা চিঠির নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় এই প্যাকেটগুলো বিস্ফোরক হতে পারে বলে সন্দেহ করা হয, এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।

মি. ওবামা বা মিসেস ক্লিনটন - কেউই পার্সেলগুলো গ্রহণ করেন নি, বা তাদের কোন বিপদ হবার ঝুঁকি তৈরি হয় নি।

এ ব্যাপারে এখন পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

এর দুদিন আগেই নিউইয়র্কে সমাজসেবী এবং অর্থলগ্নিকারক জর্জ সরোসের বাড়িতে একটি বোমা পাঠানোর ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ২৪,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর