thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ঐক্যফ্রন্ট চট্টগ্রামে এখনও সমাবেশের অনুমতি পায়নি

২০১৮ অক্টোবর ২৫ ০০:৩৯:১৬
ঐক্যফ্রন্ট চট্টগ্রামে এখনও সমাবেশের অনুমতি পায়নি

চট্টগ্রাম প্রতিনিধি : প্রাকৃতিক নিসর্গ সিলেটের পর এবার বন্দরনগরী চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে চলেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ২৭ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশ করার ঘোষণা দিয়েছে এ জোট। যদিও রোববার আবেদন করে বুধবারও সমাবেশের অনুমতি পায়নি তারা। সমাবেশ করার পথে একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তাদের।

এই মুহূর্তে চট্টগ্রামে সমাবেশের অনুমতি আদায় করাই একটি বড় চ্যালেঞ্জ ঐক্যফ্রন্টের। আরেকটি চ্যালেঞ্জ এ সমাবেশ সফল করা। এ ছাড়া রয়েছে সিলেটের চেয়ে সফল সমাবেশ করার চ্যালেঞ্জ। এদিকে চট্টগ্রামে সমাবেশ সফলের ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা রাখতে পারতেন তাদের অনেকে গ্রেফতার হয়ে কারাগারে, অনেকে আবার গা-ঢাকা দিয়ে রয়েছেন। সব মিলিয়ে সমাবেশ করতে গিয়ে চট্টগ্রামে একাধিক চ্যালেঞ্জের মুখে রয়েছে ঐক্যফ্রন্ট।

চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম সাংগঠনিক জেলা হলেও এখানে বিএনপি ছাড়া ঐক্যফ্রন্টের অন্য দলগুলোর অবস্থা তেমন সংগঠিত নয়। কেন্দ্রীয় নেতারা সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিতে বলায় বিপাকে পড়লেও বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন স্থানীয় ঐক্যফ্রন্ট নেতারা।

আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশ করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে অনুমতি চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন গত রোববার সিএমপির কাছে এ আবেদন করেন। মাঠের কর্তৃপক্ষ চট্টগ্রাম মুসলিম হাইস্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেলেও বুধবার পর্যন্ত পুলিশের অনুমতি পায়নি এ জোট।

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ সফলে কাজ করছিলেন বিএনপি নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ আরও কয়েকজন সিনিয়র নেতা। কিন্তু তাদের অনেকে হয় কারাগারে না হয় গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিয়ে আছেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে 'উসকানি' দেওয়ার অভিযোগে গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর বিরুদ্ধে। গত রোববার ওই মামলায় আদালত জামিন নামঞ্জুর করায় কারাগারে যেতে হয়েছে তাকে। একই দিন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম, ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করসহ ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। পরদিন সোমবার শামীম ও বক্করকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিয়েছেন ডা. শাহাদাত হোসেনও। তাই সমাবেশে লোকসমাগমের পরিকল্পনা বাস্তবায়ন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান বলেন, 'সমাবেশের আগে চট্টগ্রামে বেছে বেছে সক্রিয় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সমাবেশের অনুমতি দিতেও গড়িমসি করা হচ্ছে। এমন প্রতিকূলতার মধ্যেও ২৭ অক্টোবর লালদীঘি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হলে চট্টগ্রামের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন-ওয়ার্ড থেকে সমাবেশে লাখ লাখ মানুষের সমগম ঘটবে।'

এদিকে সমাবেশ সফল করার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। এ জন্য নিয়মিত বৈঠক করছেন তারা, নিবিড় যোগাযোগ রাখছেন জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে। বুধবার দুপুরে নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতারা। প্রস্তুতি কার্যক্রম তদারক করতে সিলেটে সমাবেশ শেষ করে চট্টগ্রামে আসার কথা রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহানসহ ঐক্যফ্রন্টের কয়েকজন সিনিয়র নেতার। ইতিমধ্যে চট্টগ্রামে জনসভার সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় দুই সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ও হারুনুর রশিদ।

নাগরিক ঐক্যের চট্টগ্রাম মহানগর সভাপতি সোহরাব হোসেন বলেন, 'আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি চেয়ে সিএমপিতে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সিএমপি কমিশনারের সঙ্গে সরাসরি কথাও বলেছি। তিনি আবেদন বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। আশা করি অনুমতি পাব। যে কোনো মূল্যে ঐক্যফ্রন্টের সমাবেশ আয়োজনের নির্দেশ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ সিনিয়র নেতারা।' সমাবেশের অনুমতির বিষয়ে আজ বৃহস্পতিবারও সিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সিএমপির বিশেষ শাখার দায়িত্বে থাকা উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, 'লালদীঘি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে এর সঙ্গে আইন-শৃঙ্খলার বিষয়টি যুক্ত। তাই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।'

লালদীঘি মাঠের সমাবেশ সফল করতে বুধবার দুপুরে নাসিমন ভবনের নগর বিএনপি কার্যালয়ে ঐক্যফ্রন্টের এক প্রস্তুতি সভা হয়। নাগরিক ঐক্যের চট্টগ্রাম মহানগর সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় অংশ নেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, হারুনুর রশিদ, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, জাসদ (রব) মহানগর সভাপতি গোলাম জিলানী চৌধুরী, নাগরিক ফোরাম চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক জানে আলম প্রমুখ।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ২৪,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর