thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০১৮ অক্টোবর ২৫ ০৮:২২:৫৪
সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

দ্য রিপোর্ট ডেস্ক : সফরকারী জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম বুধবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৭ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের ওডিআই সিরিজ ২-০-তে জয় করে নিয়েছে।

এ উপলক্ষে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট এবং অসাধারণ ক্রীড়ানৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত। এই সাফল্য খেলাধুলার প্রতি বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সমর্থনের ফসল।’

তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের বিজয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সিরিজের প্রথম ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাবুয়েকে ২৮ রানে পরাজিত করে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর