thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ড. কামাল হোসেনের সঙ্গে চলতে চান কাদের সিদ্দিকী

২০১৮ অক্টোবর ২৬ ০৯:০৬:২৮
ড. কামাল হোসেনের সঙ্গে চলতে চান কাদের সিদ্দিকী

দ্য রিপোর্ট প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্টে যোগ দেয়া না দেয়ার বিষয়ে কোনো কথা হয়নি। তবে আমরা একসঙ্গে পথ চলতে চাই।

বৃহস্পতিবার রাতে বেইলি রোডে ড. কামাল হোসেনের সঙ্গে তার বাসায় বৈঠক শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ড. কামাল হোসেন আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই দেখা করলাম। অনেক বিষয়েই কথা হয়েছে।

বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে তার দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক ও সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম দেলোয়ার উপস্থিত ছিলেন।

ড. কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ আ ম শফিক উল্লাহ।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর