thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

কক্সবাজারের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

২০১৮ অক্টোবর ২৬ ১১:৩১:০২
কক্সবাজারের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজার প্রতিনিধি: জেলার টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মো. লালু নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।

শুক্রবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ বন্দকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফ নদীর পাড়ে দুই গ্রুপের মধ্যে ইয়াবার ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, ১০ রাউন্ড ও ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

নিহত লালু হ্নীলার তালিকাভুক্ত ডাকাত হামিদের সহযোগী ও মাদক ব্যবসায়ী বলেও জানায় পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর