thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

বরগুনায় সিঁধ কেটে ঘরে ঢুকে আ’লীগ নেতাকে হত্যা

২০১৮ অক্টোবর ২৭ ১১:১৯:৫৭
বরগুনায় সিঁধ কেটে ঘরে ঢুকে আ’লীগ নেতাকে হত্যা

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. খলিল রহমানকে (৬৫) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার চালিতাতলী গ্রামে তিন-চারজন দুর্বৃত্ত বোরকা পরিহিত অবস্থায় সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে খলিল মোল্লাকে হত্যা করেছে বলে দাবি করেছেন নিহতের স্ত্রী।

নিহত মো. খলিল রহমান ওই এলাকার সোনা মোল্লার ছেলে। খলিল মোল্লার তিন ছেলে ও তিন মেয়ে, তারা সবাই ঢাকায় থাকেন। স্ত্রীকে নিয়ে তিনি একাই বাড়িতে থাকতেন।

নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী লিলি বেগম দাবি করেন, শুক্রবার রাত আড়াইটার দিকে সিঁধ কেটে তিন-চারজন লোক ঘরে ঢুকে পড়ে এবং তাঁকে বেঁধে ফেলে। এরপর তাঁরা আমার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়।

সদর থানার ওসি মাসুদুজ্জামান যুগান্তরকে জানান, সদর উপজেলার চালিতাতলী গ্রামের বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খলিল মোল্লাকে কয়েকজন দুর্বৃত্ত রাতের অন্ধকারে ঘরে ঢুকে শ্বাসরোধ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

ভোর রাতে তার স্ত্রী লিলি ঘরের দরজা খোলা পেয়ে বিছানায় স্বামীর নিথর দেহ দেখে চিৎকার দেন। এসময় স্বজনরা এসে খলিলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

নিহতের মৃতদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তার অনুসন্ধান চলছে বলে জানান ওসি।

তবে দলীয় কোন্দলে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর