thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

‘মিটু’ নিয়ে নরেন্দ্র মোদীর দ্বারস্থ বলিউড

২০১৮ অক্টোবর ২৭ ১৩:১৫:০৫
‘মিটু’ নিয়ে নরেন্দ্র মোদীর দ্বারস্থ বলিউড

দ্য রিপোর্ট ডেস্ক : #মি টু ঝরে কাপছে বলিউড। ঠিক এই সময়ে বলিউডের সাত জন প্রতিনিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন ইন্ডাস্ট্রির দুরবস্থা নিয়ে আলোচনার জন্য। প্রাথমিক ভাবে তাদের কথা হয় ভারত জুড়ে কম প্রেক্ষাগৃহের সংখ্যা নিয়ে।

পাশাপাশি চলমান #মিটু সমস্যা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন প্রতিনিধি দলটি। তবে ওই প্রতিনিধি দলে কোন নারী সদস্য না থাকাতেও প্রশ্ন উঠেছে। খবর- আনন্দবাজার পত্রিকার।

#মিটু নিয়ে চলমান আন্দোলনের সময়ও গত বৃহস্পতিবার রাতে চিত্রকূট স্টুডিয়োয় ‘হাউসফুল ৪’–এর সেটে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক জুনিয়র আর্টিস্ট। তার দাবি, তাকে ধাক্কা দেওয়া হয়েছে। পরে গোপনাঙ্গে হাত দেওয়া হয়েছে। ঘটনার সময়ে সেটে উপস্থিত ছিলেন অভিনেতা অক্ষয় কুমার এবং রীতেশ দেশমুখ। পরে অক্ষয়ই তাকে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেন।

ইতোমধ্যে যৌন হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগেএই ছবি থেকে বাদ পড়েছেন নানা পাটেকর এবং পরিচালক সাজিদ খান।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর