thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সরকারি চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

২০১৮ অক্টোবর ২৭ ১৬:৩৭:৪৩
সরকারি চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল করে তারা শাহবাগ মোড়ে এসে বসে পড়েন। এই অবরোধের কারণে শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-পল্টন, শাহবাগ-সায়েন্স ল্যাব ও শাহবাগ-টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ ছাত্র পরিষদের পূর্বঘোষিত সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় জাদুঘরে চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর আসায় দুপুর সোয়া ১২টায় তাদের কর্মসূচি শুরু হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

এদিকে দুপুর একটার দিকে শাহবাগে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। তিনি আন্দোলনকারীদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর