thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজশাহীতে প্রাইভেটকার উল্টে নিহত ২

২০১৮ অক্টোবর ২৮ ১০:৪৫:১৩
রাজশাহীতে প্রাইভেটকার উল্টে নিহত ২

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বেলপুকুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বেলপুকুর থানার ভাঙড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নিয়ামত আলী (৫৬) ও বগুড়ার আদমদীঘির নরশদপুর গ্রামের আব্দুল মান্নান (৫৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, সকালে রাজশাহী থেকে ওই প্রাইভেটকারটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। পথে ভাঙড়া এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর