thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

মানিকগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টায় যুবককের কারাদণ্ড

২০১৮ অক্টোবর ২৮ ২০:৫৫:০৭
মানিকগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টায় যুবককের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে চলন্ত হ্যালোবাইকে স্কুলছাত্রীকে জোর করে পর্ণ ছবি দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টার দায়ে এক বখাটে যুবককের এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামীমা খন্দকার এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাকির ভূইয়া (৩১) ঘিওর উপজেলার পুটিয়াজানি গ্রামের মোকছেদ ভূইয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, জাবরা শহীদ স্মরণী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী সকালে বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে পায়ে হেটে স্কুলে যাচ্ছিল। এসময় বখাটে জাকির তার পিছু নেয়। বিষয়টি টের পেয়ে ওই শিক্ষার্থী একটি হ্যালোবাইকে উঠে। জাকিরও তার সাথেই হ্যালোবাইকে উঠে জোর করে মোবাইল ফোনে পর্ণ ছবি দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ওই শিক্ষার্থী হ্যালোবাইক চালককে বিষয়টি জানায়। পরে হ্যালোবাইক চালক গাড়ি থামিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় বখাটে জাকিরকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করে।

ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, আটকের পর জাকিরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর