thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

টাঙ্গাইলে প্রতিবেশীর ঘরে মিলল নারীর মরদেহ, আটক ১

২০১৮ অক্টোবর ২৯ ০৯:৩৪:১১
টাঙ্গাইলে প্রতিবেশীর ঘরে মিলল নারীর মরদেহ, আটক ১

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে ঝর্ণা দাস (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বাসাইল পৌর এলাকার রায়বাড়ির প্রতিবেশীর ঘরের মাটি খনন করে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ঘরের মালিক মনোয়ারা বেগম (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

নিহত ঝর্ণা দাস ওই এলাকার সুনিল দাস মতিনের স্ত্রী। আটক মনোয়ারা বেগম একই এলাকার সাহাদত হোসেনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটক মনোয়ারা বেগম একই এলাকার ঝর্ণা দাসের কাছ থেকে ৩ হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিন ধরে মনোয়ারা টাকাগুলো দিচ্ছিল না। পরে রবিবার সকালে ঝর্ণা দাস মনোয়ারা বেগমের বাড়িতে টাকা চাইতে গেলে তাকে হত্যা করে ঘরের ভেতর মাটিতে পুঁতে রাখে মনোয়ারা বেগম। পরে ঝর্ণা দাসকে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। একপর্যায় মনোয়ারা বেগমের স্বামী নিজেই স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে ওই মরদেহটি উদ্ধার ও স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে পুলিশে দেয়।

বাসাইল থানার ওসি আনিচুর রহমান জানান, ‘মরদেহটি অভিযুক্তের ঘরের ভেতর থেকে মাটি খনন করে উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এঘটনায় অভিযুক্ত মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। এছাড়াও মনোয়ারার স্বামী সাহাদত হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর