thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে অ্যাম্বুলেন্স চাপায় নারী নিহত

২০১৮ অক্টোবর ২৯ ১০:৩৬:৩৪
রাজধানীতে অ্যাম্বুলেন্স চাপায় নারী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালের সামনের রাস্তায় অ্যাম্বুলেন্স চাপায় শিল্পী আক্তার (৩০) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনা অ্যাম্বুলেন্সটি আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিল্পী ময়মনসিংহ ধুবাউড়া উপজেলার হাজলপাড়া গ্রামের নেক্কাবর আলীর স্ত্রী। বর্তমানে পশ্চিম রাজাবাজার ঢালি বাড়ী এলাকায় থাকতেন তিনি।

নিহত শিল্পীর ভাতিজা রাসেল সাংবাদিকদের জানান, তার চাচি মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সকালে কাজের উদ্দেশে এক বাসায় যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর অ্যাম্বুলেন্সটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর