thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

২০১৮ অক্টোবর ২৯ ১৩:২৬:২০
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক চোরাকারবারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ হায়দুল ফরাজী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজিবির দাবি, নিহত যুবক মাদকপাচারকারি। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের জামালপুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান জানান, ভোর পৌনে ৪টার দিকে ১০-১৫ জনের একদল চোরাকারবারি ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল।

এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছলে বিজিবিকে লক্ষ্য করে মাদক চোরাচালানিরা পরপর ৩ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি চালান। গোলাগুলির একপর্যায়ে এক মাদকপাচারকারি নিহত হন।

পরে ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী গিয়ে নিহত মাদকপাচারকারিকে হায়দুল ফরাজী বলে নিশ্চিত করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৮ প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ নিহত মাদকপাচারকারির লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর