thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ধর্মঘট চলাকালে লেগুনার ধাক্কায় ৩ স্কুলছাত্রী আহত

২০১৮ অক্টোবর ২৯ ১৩:৪৭:১৯
চট্টগ্রামে ধর্মঘট চলাকালে লেগুনার ধাক্কায় ৩ স্কুলছাত্রী আহত

চট্টগ্রাম প্রতিনিধি : চালকের শাস্তি কমানোর দাবিতে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলাকালেই চট্টগ্রামে স্কুলছাত্রীদের ওপর লেগুনা তুলে দিয়েছে চালক। এতে গুরুতর আহত তিন ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে জেলার কর্ণফুলী উপজেলার বড় উঠান বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই কর্ণফুলীর দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তারা হলো ইরা আকতার (১৪), সাইমা আকতার (১৪) ও সুমাইয়া আকতার (১৪)। এদের মধ্যে সাইমা আকতারের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার সাংবাদিকদের জানান, ‘সকালে স্কুলে যাওয়ার জন্য কর্ণফুলীর দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বড় উঠান বাজারে রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় একটি বেপরোয়া লেগুনা ছাত্রীদের ওপরে উঠে যায়। এতে কয়েকজন ছাত্রী আহত হয়েছে। আহতদের হাসপাতালের ২৮ নম্বর ও ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর