thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

চবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

২০১৮ অক্টোবর ২৯ ১৭:৫২:০০
চবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট পাসের হার ২১ শতাংশ।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ফল প্রকাশ হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোসেন।

জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চবি’র ‘ডি’ ইউনিটে এক হাজার ১৫৭টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৮ হাজার দুইশ’ ৭৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে সাত হাজার নয়শ’ ২৪ জন শিক্ষার্থী।

‘ডি’ ইউনিটের পাসকৃত শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর হতে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ সাবজেক্টের তালিকা পূরণ করতে পারবেন। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে জানা যাবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর