thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

গেইনারের শীর্ষে লিবরা ইনফিউশন

২০১৮ অক্টোবর ২৯ ১৮:২১:০০
গেইনারের শীর্ষে লিবরা ইনফিউশন

দ্য রিপোর্ট প্রতিবেদক: রবিবার (২৯ অক্টোবর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লিবরা ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৭১৬.১০ টাকায়। সোমাবর লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৯২৫.৫০ টাকায়। অর্থাৎ লিবরা ইনফিউশনের শেয়ার দর ২০৯.৪০ টাকা বা ২৯.২৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে ইনটেক লিমিটেডের ২২.৩১ শতাংশ, ফাইন ফুডসের ১৭.০৭ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৪.২৯ শতাংশ, ফু ওয়াং ফুডের ১২.২১ শতাংশ, সায়হাম কটনের ১১.৬৮ শতাংশ, এসকে ট্রিমসের ১১.১১ শতাংশ, আমান ফিডের ১০.২২ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৯.৯১ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৯.৭০ শতাংশ বেড়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর