thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী বহিষ্কার

২০১৮ অক্টোবর ২৯ ১৯:২০:১৯
যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী বহিষ্কার

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় এক্যাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন— ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ২য় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার্থী শারমিন নাঈম প্রিয়াংকা ও নিসা আক্তার। এর মধ্যে শারমিন নাঈম প্রিয়াংকাকে উক্ত কোর্সসহ ১ম বর্ষ ২য় সেমিস্টারের সকল থিওরি কোর্স হতে এবং নিসা আক্তারকে শুধু প্রিন্সিপাল অফ মার্কেটিং পরীক্ষা হতে বহিষ্কার করা হয়েছে।

সোমবার অনুষ্ঠিত প্রিন্সিপাল অফ মার্কেটিং এর চূড়ান্ত পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়। সংশ্লিষ্ঠ বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চত করেছেন। দুজনের শাস্তি দুরকম হওয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, অসাদুপায়ের ধরণের উপর ভিত্তি করে এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এর আগেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর