thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৪ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

আ. লীগ সংলাপে রাজি হওয়ায় আপাতত ইসির সঙ্গে বৈঠক নয়

২০১৮ অক্টোবর ২৯ ২১:৩৮:৪৬
আ. লীগ সংলাপে রাজি হওয়ায় আপাতত ইসির সঙ্গে বৈঠক নয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে বসার ঘোষণার পর ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ জানিয়েছেন তারা আপাতত ইসির সঙ্গে সংলাপে বসছে না। একই সাথে সংলাপের প্রস্তাবে রাজি হওয়ায় আওয়ামী লীগকে ধন্যবাদও জানিয়েছে তারা।

সোমবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ কথা জানান।

তিনি জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন তারা, আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সংলাপের স্থান-কাল জানানো হলে অবশ্যই সাড়া দেবো।

মওদুদ বলেন, খালেদা জিয়ার আজ যে রায় হয়েছে, তা ন্যায়বিচারের পরিপন্থী। সরকার তার জামিনের সব বাধা দূর করে দ্রুত মুক্তি দেবেন বলে মনে করেন ঐক্যফ্রন্টের নেতারা।

দুদিনের পরিবহন ধর্মঘটে মানুষের মাঝে অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টির প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এসময় উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী প্রমুখ৷

নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিসহ নানা দাবিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসার কথা ছিলো জাতীয় ঐক্যফ্রন্টের। সোমবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দ্রুতই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ২৯,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর