thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

প্রিমিয়ার লিজিংয়ের মুনাফা কমেছে ৯৩ শতাংশ

২০১৮ অক্টোবর ৩০ ১৩:৩৫:২১
প্রিমিয়ার লিজিংয়ের মুনাফা কমেছে ৯৩ শতাংশ

দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৯৩ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ১৮) এই মুনাফা কমেছে।

কোম্পানিটির ৯ মাসের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ০.০৪ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৮ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৫৪ টাকা বা ৯৩ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ০.০৪ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ০.১৫ টাকা। এ হিসাবে লোকসান বেড়েছে ০.১৯ টাকা বা ১২৭ শতাংশ।

কোম্পানিটির চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৭৫ টাকা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর