thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রংপুরে তুলা কারখানায় আগুন

২০১৮ অক্টোবর ৩০ ২০:২৯:৩৮
রংপুরে তুলা কারখানায় আগুন

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় একটি তুলার মিলে ভয়াবহ আগুনে প্রায় ২০ লাখ টাকার তুলাসহ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, নগরীর কামাল কাছনা এলাকায় জাহেদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় পুরো এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রংপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত বিপ্লব মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর, হারাগাছ, কাউনিয়া, তারাগঞ্জ ও বদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ৯টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার মেশিনের ত্রুটির ফলে আগুনের সূত্রপাত হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর