thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ঐক্যফ্রন্টের মুখপাত্র আ স ম রব

২০১৮ অক্টোবর ৩১ ০১:০৯:০০
ঐক্যফ্রন্টের মুখপাত্র আ স ম রব

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ঐক্য ফ্রন্টের মুখপাত্র হলেন জাসদ-জেএসডি নেতা আ স ম আব্দুর রব। মঙ্গলবার সন্ধ্যায় ঐক্য ফ্রন্টের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি নিজেই একথা জানান।

আ স ম আব্দুর রব মুক্তিযুদ্ধের আগে ছাত্রলীগের অন্যতম প্রধান নেতা ছিলেন। পরিচিত ছিলেন চার খলিফার একজন হিসেবে। একাত্তরে তিনিই প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদ গঠনের সময় তিনি দলটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিভিন্ন সময় ভাঙ্গা-গড়ার মধ্যে থাকা জাসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন আ স ম রব।

১৯৮৮ সালে প্রায় সকল দলের বর্জনের মুখে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ‘সম্মিলিত বিরোধীদলের’ নেতৃত্ব দিয়ে তিনি সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর তিনিও আত্মগোপনে যেতে বাধ্য হন।

১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি শেখ হাসিনার ‘জাতীয় ঐকমত্যের সরকার’-এ মন্ত্রী ছিলেন। সেসময় জাসদ ঐক্যবদ্ধ হলে তিনি সভাপতি নির্বাচিত হন। পরে অবশ্য জাসদ আবার ভেঙ্গে গেলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–জেএসডি’র) গড়ে তুলেন তিনি।

সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ৩০,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর