thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

গোল দিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব (ভিডিও)

২০১৮ অক্টোবর ৩১ ০৮:২৪:২৭
গোল দিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব (ভিডিও)

দ্য রিপোর্ট ডেস্ক : ফুটবলার গোল করলেন। ছুটে গেলেন গ্যালারিতে। তবে দর্শকের সঙ্গে গোল উৎসবে মেতে উঠতে নয় তিনি ছুটে গেলেন গ্যালারিতে বসে থাকা নির্দিষ্ট এক নারী দর্শকের কাছে।

কাছে গিয়ে সেই নারীকে হাতে করে নিয়ে আসা রিং পরিয়ে দেন সেই ফুটবলার। এভাবেই গোল দিয়ে নিজের জীবনসঙ্গীনীকে পাকাপোক্ত করে ফেললেন তিনি।

গত ২৯ অক্টোবরে সামাজিক মাধ্যম টুইটারে ভাইরাল একটি ভিডিওতে এমনটাই দেখা গেল।

ফুটবল মাঠে এই এক অভিনব ঘটনাটি ঘটিয়েছেন ভেনেজুয়েলার স্ট্রাইকার এডুয়ার্দো বেল্লো। চিলিয়ান প্রিমিয়ার লিগে সিডি অ্যান্তোফাগাস্তা নামক দলের হয়ে খেলেন তিনি।

প্রতিপক্ষ চিলর এভার্টনের বিরুদ্ধে ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় গোলটি করেন তিনি। আর তার পরেই এভাবে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এই ফুটবলার।

ভিডিওতে দেখা গেছে, এডুয়ার্দো বেল্লো এই নাটকীয় প্রস্তাবের সময় গোটা গ্যালারি হাততালি দিচ্ছে

ও তাকে অভিনন্দন জানাচ্ছে। এ হাততালি যে শুধু বেল্লোর মাঠের গোলের জন্য নয়, বেল্লোর গ্যালারির গোলের জন্য।

জানা গেছে, দলের সমতাসূচক গোলটি করেছিলেন বেল্লো। কিন্তু দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

সূত্র: এনডিটিভি

ভিডিও দেখতে ক্লিক করুন

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর