thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

খালেদাকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসূ হবে না : ফখরুল

২০১৮ অক্টোবর ৩১ ১৩:১৩:২৮
খালেদাকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসূ হবে না : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ বা নির্বাচন কোনোটাই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া এই জীবন সায়াহ্নে গণতন্ত্রের জন্য কারাবরণ করছেন। দেশনেত্রীকে কারাগারে রেখে কোনো সংলাপ এবং নির্বাচন কোনোটাই ফলপ্রসু হবে না।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এবং নির্বাচনের বাইরে রাখতে সুপরিকল্পিতভাবে মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। সরকার একদিকে সংলাপের প্রস্তাব পাঠিয়েছে, অন্যদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করা হয়েছে। এই দুটো সাংঘর্ষিক। এটা গণতান্ত্রিক আচারণের প্রতিফলন ঘটায় না। এ থেকে প্রমাণিত হয়- তারা সংলাপের বিষয়ে আন্তরিক নয়।

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন। নির্বাচন দিচ্ছেন, নির্বাচনের জন্য আপনারা হেলিকাপ্টারে করে জনগণের কাছে যাচ্ছেন আর আমাদের নেত্রী কারাগারে, আমারা পালিয়ে বেড়াচ্ছি। এই অবস্থায় কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এ কারণে আমরা বলছি- আমাদের সাত দফা দাবি পুরোটাই মেনে নিতে হবে। সবার আগে শর্ত হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তা না হলে নির্বাচন অর্থবহ হবে না।

মানববন্ধন থেকে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার না করতে পুলিশের প্রতি অনুরোধ জানান ফখরুল।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর